"ভালবাসা"
তখন বুঝিনি ভালবাসা কি?
বুঝিনি ভালবাসা হতে দুটি মনের মিলন হতে হয় ।
জানতাম, দুটি দেহের মিলনেই
ভালবাসা হয় ।
দৈহিক মিলনে যে সুখ নিহিত
এরই নাম ভালবাসা, এরই নাম প্রেম ।
এখন বুঝেছি,
দৈহিক পরিতৃপ্তির নাম ভালবাসা নয়,
ভালবাসা সম্পূর্ণই মনের ব্যাপার ।
আত্মিক পরিতৃপ্তিই ভালবাসা ।
আজ যদিও তুমি দূরে
তোমার স্পর্শগুলো আজও
আমাকে ছুঁয়ে থাকে সারাক্ষণ ।