তোমাকে নিয়ে লিখা
আজ দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে।
এখন রাত 3.45 বাজে, এখনও থামেনি ।
এতো রাত হলো কিন্তু আমার চোঁখে ঘুম নেই।
আজ অনেক-দিন পর তোমার চেহারা দেখেছি।
এতদিন জানতাম আমাকে ছাড়া অনেক ভালো আছো।
এমনকি মোবাইলে কথা বলার সময়ও একটি বারের জন্য বুঁজতে দাওনি সত্যি তুমি কেমন আছো ।
আজ তোমার চেহারা দেখেই বুঝে গেছি তুমি কতটা সুখে আছো,
তোমাকে চেনা যায় না।
অনেক শুকিয়ে গেছো,
চেহারা অনেক কালো হয়ে গেছে।
তোমার আজকের এই চেহারাটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
আজ সারাদিন তোমাকে এতই ভেবেছি যে, প্রথম যখন তোমার প্রেমে পরেছিলাম তখনও এত ভাবিনি ।
আজ সারাটাদিন তোমার স্মৃতি রোমন্থনেই কেটেছে ।
"এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে. . .
সময় আমার কাটেনা ।
চাঁদ কেন আলো দেয় না.
পাখি কেন গাণ গায় না.
তারা কেন পথ দেখায় না. .
তুমি কেন কাছে আসনা. . ."
আর্টসেল এর এই গাণটা আজকে কতবার যে শুনেছি. . . তার ইয়াত্তা নেই।
তোমার সাথে দীর্ঘ 7 বছরের সম্পর্ক, আর ব্রেক-আপ হল মাত্র 9 মাস.
সেই সব দিনগুলির কথা কি মনে আছে?
সেই 7 টা বছর আমাদের জিবনের শ্রেষ্ট সময়।
আজ বারবার মনে হয়েছে সেই হারনো দিনগুলিতে ফিরে যেতে,
কিন্তু আমি জানি যে সেটা আর কোনদিনও সম্ভব নয়।
সেই সন্ধ্যায় কলম টা হাতে নিয়ে বসেছিলাম তোমাকে নিয়ে কিছু লিখব বলে. . . .
কিন্তু কিছুই লিখতে পারি নি . . .
আসলে কলমের খোছায় তোমাকে ফুটিয়ে তোলার মতো শিল্পী কিংবা কবি আমি কোন কালেই হতে পারবো না।