"ফাগুন বাতাস আমায় করোনা উদাস"
(17 Falgun 1414)
ফাগুন বাতাস আমায় করোনা উদাস......,
উদাসী হলে,
কি করে দেখবো স্মৃতির আয়নাতে
আমার প্রিয়ার সেই প্রথম যৌবনের ছবি ?
যাকে দেখেছিলাম সেই প্রথম
কোন এক আশ্বিণের দিনে ।
উদাসী হলে ফাগুনের এই জোছনা রাতে
হৃদয়ের সাদা ক্যানভাসে কি করে আঁকবো প্রিয়ার ছবি,
কুকিলের কুহুতানে চমকে উঠবোনা প্রিয়ার কণ্ঠ বলে,
আমের মুকুলের মিষ্টি গন্ধেও
মনে হবে না এযে-
প্রিয়ার দেহের সেই টাটকা গন্ধ ।
উদাসী হলে,
রবে না মনে প্রিয়ার স্মৃতি,
প্রিয়ার চোখে পরবে না চোখ,
পাবোনা খুঁজে প্রিয়ার চোখের ভাষা ।