Tuesday, March 10, 2020

One Day at Old Rehabilitation Centre বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে একদিন


Old-Rehabilitation-Centre
Old Rehabilitation Centre

One Day at Old Rehabilitation Centre

বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে একদিন

প্রথমেই নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম গানটির কথা মনে পড়ে যায়,

Briddhasram / বৃদ্ধাশ্রম

--Nachiketa Chakraborty--

ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার,
ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না,
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!

খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা-আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!

বয়স্ক পুনর্বাসন কেন্দ্রটি একদিন আমার কলিগদের সাথে দেখতে গিয়েছিলাম। এখানে 60 উর্দ্ধ বৃদ্ধ/বৃদ্ধাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

এখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা ডরমেটরীর ব্যবস্থা করা আছে। এছাড়াও এখানে আলাদা ডাইনিং, বেডরুম, মেডিক্যাল সেন্টার, রুটিন মেডিক্যাল চেকআপ, ইনডোর প্লে গ্রাউন্ড ইত্যাদির সুব্যবস্থা রয়েছে।

লোকেশন: 

এটি বিশিয়া-কুড়িবাড়ি, মনিপুর, হোতাপাড়া, গাজীপুরে অবস্থিত।
ঢাকা থেকে আসতে হলে, প্রথমেই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হোতাপাড়া বাস স্ট্যান্ডে নেমে মনিপুর বাজার হয়ে বিশিয়া গিভেন্সী গ্রুপের স্পিনিং মিলস্ এ যেতে হবে। 

প্রতিষ্ঠাতা কর্তৃক মেসেজ হল:

”যে সমস্ত প্রবীনদের আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই তাদেরকে অবহেলা করবেন না। আমাকে এই অসহায় প্রবীনদের সেবা করার সুযোগ দিন।আমি আমার “বয়স্ক পুনর্বাসন কেন্দ্র” এ আমৃত্যু বিনা খরচে অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বিনোদন এর ব্যবস্থা করে আসছি এবং ভবিষ্যতেও তাদের জীবন সুখময় করে তুলতে সচেষ্ট থাকব। ইনশাল্লাহ। ”

যোগাযোগ:

01.

মোঃ খতিব আব্দুল জাহিদ মুকুল
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বয়স্ক পুনর্বাসন কেন্দ্র
চেয়ারম্যান ও ব্যবস্থপনা পরিচালক
গিভেন্সি গ্রুপ অব ইন্ডাষ্টিজ লিঃ
টেলিফোনঃ ৮৯১৩৮০২, ৮৯৩২৮০১-২
মোবাইলঃ ০১৭৩০ ০২০ ২৮৭

02.

মোঃ রবিউল ইসলাম
সহকারী ব্যবস্থাপক
বাসা # ০৬, রোড # ১৩, সেক্টর # ৩, উত্তরা, ঢাকা, বাংলাদেশ।
টেলিফোনঃ ৮৯১৩৮০২, ৮৯৩২৮০১-২
মোবাইলঃ ০১৭১৪ ০৯৬ ২৭২

03.

মোঃ আবু শরিফ
ব্যবস্থাপক
বিশিয়া-কুড়িবাড়ি, মনিপুর, হোতাপাড়া, গাজীপুর, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭১৪০৯৬৩২৫

04.

মিসেস মাহমুদা খাতুন (শিউলি)
সহকারী ব্যবস্থাপক
বিশিয়া-কুড়িবাড়ি, মনিপুর, হোতাপাড়া, গাজীপুর, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭৩০ ৯৯৬৭১১

05.

মিসেস হাবিবা খন্দকার (বেলী)
সহকারী ব্যবস্থাপক
বিশিয়া-কুড়িবাড়ি, মনিপুর, হোতাপাড়া, গাজীপুর, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭১৪০৯৬৩১১



বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঘুড়তে গিয়ে কিছু ছবি উঠানো হয়েছিল যা নিছে দেওয়া হল।

SumonSutradhar

SumonSutradhar


SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar


SumonSutradhar


SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar

SumonSutradhar