প্রারম্ভিকাঃ
”নাপিতের বুদ্ধি সাত ছলা” ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রচলিত প্রবাদ যার অর্থ হল “নাপিত বা নরসুন্দরের বুদ্ধি হল সাত বস্তা পরিমাণ / শেয়ালের বুদ্ধির মত” তারা আপনাকে তাদের তিক্ষ্ন বুদ্ধি দিয়ে কখন যে বোকা বানিয়ে দিবে আপনি তা বুজতেই পারবেন না।তেমনি জনৈক কোন এক নাপিত নাকি করোনা ভাইরাস উড়ে এসে মাথার চুলে বসে বলে প্রচার করায় বগুড়াতে অনেকেই নাকি ন্যাড়া করে ফেলেছে এবং ফেসবুকে ছবি আপলোড করেছে।এই বিষয়ে একটি জাতীয় দৈনিক এও খবর প্রকাশিত হয়। -- “বগুড়ায় করোনা থেকে রক্ষা পেতে বাড়িতে থাকা মানুষের মাথা ন্যাড়া করার হিড়িক।”
গত কিছুদিন আগে 71 টিভির একটি প্রোগ্রামে “হ্যালো একাত্তর” এ কুমিল্লা থেকে শাফায়েত নামের এক লোক টেলিফোন করে প্রশ্ন করেন যে, তাদের এলাকায় নাকি সবাই মাথা ন্যাড়া করে ফেলতেছেন কারন করোনা থেকে মুক্তির জন্য। উনার প্রশ্ন হল করোনায় তাপমাত্রার প্রভাব নিয়ে। করোনা নাকি কম তাপমাত্রায় বিস্তার বেশি করে। তাই সে যেহেতু ন্যাড়া করেছেন মাথা ঠান্ডা থাকে এর ফলে করোনার ঝুকিঁ কি বেড়ে যাবে কিনা?
কতটা আবাল হইলে এইরকম প্রশ্ন মাথায় আসে? আবার সে নাকি কোন ভার্সি টির ছাত্র !!!!!!!!!!!!!!!
আসলে বাঙালী জাতি হল হুজুগে জাতি। গুজব নিয়ে মেতে থাকতে পচন্দ বেশি করে।
কিছুদিন আগেও বেশ কিছু গুজব নিয়ে মেতে ছিল,
- থানকুনি পাতায় করোনার মুক্তিঃ
- কোন নবজাতকের দৈববানী ছিল কালিজিড়া দিয়ে রং চা খেলে করোনা হবে না ইত্যাদি ইত্যাদি…………
ফেসবুক ফটো ক্যাপসনঃ
আসুন কিছু ন্যাড়া মাথার ফেবু ক্যাপসন দেখে নেই;- -- ”টাক-ডাউন”
- -- ”ন্যাড়া হলাম”--
- “Today @home.. with Dada…. Helped each other to look like this………”
- -- “ছোট্ট বেলায় আম্মু যখন ন্যাড়া করতে চাইতো অনেক রকম বাহানা করতাম। আম্মু তা পূরণ করে ন্যাড়া করতে হতো।আজ হঠাৎ আমার নিজ উদ্যোগে ন্যাড়া……”
- -- ”কত বছর আগে ন্যাড়া হয়েছি সঠিক মনে নেই, তবে আজ আবার ন্যাড়া হলাম।”
- -- ” অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্যেশ্য খুঁজে পায় না।। ন্যাড়া কোম্পানীর সভাপতি নির্বাচিত হলাম।”
- -- ”সবাই যখন ন্যাড়া হয় তখন আমিও আর বাদ যাই বা কি করে তাই আমিও ন্যাড়া হলাম”
- -- ”তোমরা দাঁত কেলিয়ে নাও শেষে আমিও ন্যাড়া হলাম”
- -- ”করোনা ভাইরাসের কারনে ঢাকা সসব সেলুন লক ডাউন। তখন আর কি করা বাধ্য হয়ে ন্যাড়া হলাম। এখন শুধু মনে হচ্ছে কি যেন হারালাম। শুধু আমি নয় আরও অনেকেই বাধ্য………………………”
- -- ”গুজব উঠেছে ন্যাড়া করলে নাকি করোনা হয় না। বাকিটা ইতিহাস।:p :p :p “
- -- “ তিন ভাই এক সাথে জাতীয় ন্যাড়া কমিটির সদস্য হলাম। সকলের নিকট দোয়া প্রার্থী”
- -- ” মাথা ন্যাড়া করলে মস্তিস্কের জন্য অনেক উপকারী দিক আছে। আপনার চুল পড়া বা অন্যান্য সমস্যা না থাকলেও আপনি মাথা ন্যাড়া করতে পারেন। বিশেষজ্ঞদের মতে প্রথমত মাথা ন্যাড়া………………..”
- -- “শেষ পর্যন্ত বাধ্য হলাম,করোনা ন্যাড়া ফ্যাশন :pবহু প্রতীক্ষিত ছবি :’(যেটা দেখার অপেক্ষায় ছিল অনেকে :P ………….”
- -- ”হালকা ন্যাড়া হলাম”
- -- ”করোনা কাটিং ! শেষ কবে মাথা ন্যাড়া করে ছিলাম মনে নেই। করোনার কারনে যেহেতু ন্যাড়া হলাম……………..”
- -- ” আমাদের গাজীপুরে লক ডাউন চলছে তাই বেশ কদিন হোম কোয়ারান্টাইন আছি এবং থাকতে হবে। তাই সুযোগটি কাজে লাগিয়ে ন্যাড়া হলাম। নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন। ”
- -- ”প্রথম, দ্বিতীয় শ্রেণীর পর অনার্স থার্ড ইয়ারে ন্যাড়া হলাম!”
- -- ”25 বছর আগে মা-বাবা দৌড়াই এনে ন্যাড়া করত। আজ নিজে ন্যাড়া হলাম।”
- -- ”এই প্রথম ন্যাড়া হলাম…………”
- -- ”দেখি সবাই ন্যাড়া হয়ে, ফেসবুকে পোষট করে। তাই মুই আর মামু ন্যাড়া হলাম।”
- -- ”নাপিত না পাওয়ার কারনে ন্যাড়া হলাম”-- ”শেষ পর্যন্ত আমিও ন্যাড়া হলাম।”
- -- ”ন্যাড়া হয়ে অনেকটা হালকা হলাম!বিঃ দ্রঃ ছবি চেয়ে লজ্জা দিবেন না।। অবশেষে বন্ধুদের আবদার রাখতে।”
- -- ”আমিও ন্যাড়া হলাম……রোদের উত্তাপও বাড়লো।”
- -- ”নয় বছর পর ন্যাড়া হলাম।”
- -- ”10 বছর পরে আবার ন্যাড়া হলাম। মেয়েদের জ্বালায় থাকতে পারতেছি না এবার খুশিতো মেয়েরা।”
- -- ”হোম কোয়ারেটেনে থাকার সহজ উপায়।”
পরশিষ্টঃ
অতপর, সবার উদ্দ্যেশে একটি কথাই বলতে চাই, গুজবে কান দিবেন না। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন।বাড়িতে থাকুন। ভাল থাকুন।
#StayHome #StaySafe
স্ক্রীনশটঃ
আসুন এবার কিছু স্ক্রীনশট দেখে আসি। ফেসবুক থেকে স্ক্রীনশট নেয়া। এখানে আমার ফ্রেন্ডলিস্টেরও কেউ কেউ আছে। (সরি ফর পাব্লিশিং ইউর পিকচার উইদআউট ইউর ইনফরমেশন)।যদিও কারো নাম উল্লেখ করা হয়নি (ব্লার করে দিয়েছি)